চট্টগ্রামে খাল দখল ও পাহাড় কাটার স্থান পরিদর্শনের সময় নির্বাহীসহ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনায় আবু নোমান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর ফিরোজশাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউদ্দিন আকবর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবু নোমান ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ৩ নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।’
জানা গেছে, নোয়াখালী কবিরহাটের বাসিন্দা আবু নোমান মূলত স্থানীয় কাউন্সিলর জসিমের ঘনিষ্ঠ অনুসারী। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী সুপারিবাগান এলাকায় খাল দখল ও অবৈধভাবে পাহাড় কাটা দেখতে গিয়ে হামলার শিকার হন বেলা নির্বাহী রিজওয়ানা হাসানসহ একটি প্রতিনিধি দল। সেখানে কালিরছড়া খালের ওপর স্থানীয় কাউন্সিলর জহিরুল আলম জসিমের গড়ে তোলা খামার ও পাহাড় কাটা দেখতে যায় প্রতিনিধি দলটি। এই সময় একদল লোক তাঁদের বহনকারী মাইক্রোবাসটিকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ সময় প্রতিনিধি দলটি ফিরে আসার সময় তাঁদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ ঘটনায় পরে আকবরশাহ থানায় স্থানীয় কাউন্সিল জসিমসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়।