হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় মেশিনগান নিয়ে যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। শাহজালাল মজুমদারের অভিযোগ, ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অত্যাধুনিক মেশিনগান নিয়ে তাঁর ওপর হামলা করেছেন। এতে তিনি ও তাঁর গাড়িচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় শাহজালাল মজুমদারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। 

শাহজালাল মজুমদার বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও হকিস্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল। আমার গাড়িতে আমি এবং চালক আমজাদ হোসেন ব্যতীত কেউ ছিল না। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পার্শ্ববর্তী সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। এ সময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে স্থানীয় জনতা একত্র হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় আমি ও গাড়ির চালক আমজাদ হোসেন আহত হই।’ 

শাহজালাল মজুমদারের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে না। হামলাকারী মনিরুজ্জামান জুয়েলের কাছে আমেরিকার তৈরি একটি মেশিনগান রয়েছে বলেও জানান তিনি। 

শাহজালাল মজুমদার বলেন, ‘ছবিতে ভাইরাল হওয়া অত্যাধুনিক মেশিনগানটি সঙ্গে রেখেই মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে সশস্ত্র ক্যাডার বাহিনী আমার ওপর হামলা করে।’ 

এদিকে হামলার ঘটনার পর শাহজালাল মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের হাতে থাকা একটি মেশিনগানের ছবি পোস্ট করা হয়। এরপর শাহজালাল মজুমদারের অনুসারীরা সেই ছবি ভাইরাল করেন। ছবিতে দেখা যায়, মনিরুজ্জামান জুয়েল মিয়াবাজারের গ্রীণ ভিউ রেস্টুরেন্টের সামনে মেশিনগানটি এক হাতে নিয়ে আরেক হাতে সিগারেট টানছেন। 

মনিরুজ্জামানের হাতে মেশিনগানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সমগ্র উপজেলাজুড়ে অস্ত্রটি নিয়ে আলোচনা শুরু হয়। ঘটনার পর থেকে ওই এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অস্ত্রের ছবি ও হামলার সম্পর্কে বক্তব্য জানতে মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’ 

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল মজুমদারকে গত ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি এবং ১৮ জানুয়ারি তাঁকে উপজেলা যুবলীগের আহ্বায়কের পদ থেকে অনাস্থা প্রদান করা হয়। 

এ ব্যাপারে শাহজালাল মজুমদার বলেন, ‘আমি কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। শুধুমাত্র স্থানীয় এমপির (সংসদ সদস্য) পরিবারের পছন্দের ব্যক্তিকে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক প্রার্থীকে কেন্দ্র দখল করে বিজয়ী করতে সহযোগিতা করিনি বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’ 

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য