হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে ট্রেনের ধাক্কায় হোসেন আরা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের বারাহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হোসেন আরা ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার বদিউজ্জমানের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলামের বড় বোন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন। তিনি বলেন, ‘ফেনী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের যাত্রাবিরতির কোনো সুযোগ না থাকায় দ্রুতগতিতে চলছিল। ওই নারী রেলপথের পাশ দিয়ে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে।’ 

ফেনীর রেল পুলিশ জানায়, আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বারাহিপুর এলাকায় পথচারী হোসনে আরা নিজের বাড়ি সংলগ্ন রেলপথের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তীব্রগতির কারণে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফেনী রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী জানান, নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চায়। এ কারণে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি