হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে ‘গণিতের ধাক্কা’, পাসের হার কমল ১৫ শতাংশের বেশি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে জিলা স্কুলে এসএসসি পরীক্ষাকেন্দ্র। ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের পতন ঘটেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও, যা এবার ২ হাজার ১৯৮ জন কম।

তবে এবারও পাসের হার এবং জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। অন্যদিকে একটি বিদ্যালয়ে কেউ পাস করেনি। সেটি হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চবিদ্যালয়, যেখানে ৩২ জন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মো. শাহজাহান, উপসচিব মাসুম মিল্লাতসহ বোর্ডের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন। পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলেদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন। মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।

মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের পাসের হার ৬২ দশমিক ৬৯ শতাংশ। পাসের হার বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক শূন্য ১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।

বোর্ডের অধীনে এবার ১ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি।

গত বছর বোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, ‘গণিতে খারাপ করার কারণে ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তবে আমরা অন্য কারণগুলোও অনুসন্ধান করব।’

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা