হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা সিটি উপনির্বাচন: অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রার্থীদের প্রচার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে তৃতীয় দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে চলছে এই প্রচারণা। লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রার্থী চারজনই। নির্বাচনকে সামনে রেখে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে গণসংযোগ। 

আজ রোববার সকালে কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার সূচনা। এ সময় তিনি এই এলাকার নিম্ন আয়ের মানুষের সঙ্গে কুশলা বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান। তিনি বলেন, নগরীর যেসব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি, নির্বাচিত হলে সেসব ওয়ার্ডে উন্নয়নকাজে প্রাধান্য দেওয়া হবে। 

কুমিল্লা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড গন্ধমতি এলাকায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্য মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন ও সাড়া দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার কাছে (সাক্কু) কালো টাকা আছে। কালো টাকার ওপর ভর করে তিনি নির্বাচন করছেন। বিএনপির সব নেতা-কর্মী আমার সঙ্গে আছে। নির্বাচনে কাজ করছেন।’ 

নগরীর জিলা স্কুল সড়কে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দুই মেয়াদের পর যেসব কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে। 

এ ছাড়া নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। তিনি এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট চান। তিনি সাংবাদিকদের জানান, বরাদ্দ থাকা সত্ত্বেও ১২ বছরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে দেশের অন্যান্য উন্নত সিটির মতো কুমিল্লাকে তৈরি করা হবে। 

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি