হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ নোয়াখালীর মাইজদী থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৭) বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ওই ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম রাব্বি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। 

শামীম হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের খাদ্য অফিসের সামনে থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় রবিউল ইসলাম রাব্বি। পরে ভুক্তভোগীকে ফুসলিয়ে ও বিবাহের প্রলোভন দেখিয়ে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নিয়ে যায়। ওই এলাকার একটি বাড়িতে নিয়ে স্ত্রী পরিচয়ে তাঁকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। 

র‍্যাব কর্মকর্তা জানান, অপহৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে রোববার অভিযান চালায় র‍্যাব। অভিযানে রাজাপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবককে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং অপহরণের ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছেন। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল