হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি ও রেণু জব্দ

কুমিল্লা প্রতিনিধি  

বিজিবির হাতে জব্দকৃত বাজি ও চিংড়ির রেণু। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) বেলা ৩টায় এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবির হাতে জব্দকৃত বাজি ও চিংড়ির রেণু। ছবি: আজকের পত্রিকা

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহল দল শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ট্রাকসহ মালিকবিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪০০টি ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু পাওয়া যায়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা ট্রাকসহ বাজেয়াপ্ত পণ্য কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি