হোম > সারা দেশ > কুমিল্লা

এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, ৪ শিক্ষককে প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই চার শিক্ষক বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নিষেধ থাকা সত্ত্বেও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। তাঁদের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ। 

প্রত্যাহার করা শিক্ষকেরা হলেন মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বলকে বহিষ্কার করা হয়। 

মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের বিষয়টি খেয়াল ছিল না।’ 

বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তাঁরা চারজনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন ও দায়িত্বে অবহেলা করেছেন। তাই তাঁদের এবারের এসএসসির সকল পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই চার শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্রসচিবকে বলা হয়েছে।’ 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য