হোম > সারা দেশ > কুমিল্লা

‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর ভাইস চ্যান্সেলর স্কলারশিপ স্থগিত

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় থাকা ‘প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, ‘বিভাগ থেকে তালিকাটি পাঠানো হয়েছে। এটি চূড়ান্ত তালিকা নয়। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এখনই তাকে দোষী বলা যাচ্ছে না। তাই তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত ওই শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত থাকবে।’

এর আগে গতকাল (১৫ জুলাই) ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংবলিত তালিকা প্রকাশিত হয়। তালিকা ঘেঁটে জানা যায়, তালিকায় ৬৫ নম্বরে আছেন লামিয়া আর্জুমান্দ নামে এক শিক্ষার্থী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ থেকে ৩.৯২ সিজিপিএ নিয়ে স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। তবে, চলতি বছরের ১১ মার্চ এই শিক্ষার্থীকে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের মাধ্যমে উত্তরপত্রসহ প্রশ্ন পাওয়ার অভিযোগ ওঠে, যা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং অভিযুক্ত শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করা হয়।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই