হোম > সারা দেশ > চাঁদপুর

রাস্তার দুই পাশে নির্মাণসামগ্রী, ভোগান্তিতে জনসাধারণ

চাঁদপুর প্রতিনিধি

রাস্তার দুই পাশে রাখা ভবন নির্মাণকাজের জন্য ইট। এসব ইট রাস্তার ওপরে চলে আসায় সরু হয়ে গেছে রাস্তা। এমন অবস্থায় মাঝারি আকারের কোনো যানবাহন চললে ওই রাস্তা দিয়ে পাশ কাটিয়ে অন্য যানবাহন আর চলতে পারে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকারীদের। চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের চিত্র এটি। 

এদিকে পৌরসভা থেকে মৌখিকভাবে বললেও ব্যবস্থা না নেওয়ায় বাড়ির মালিকেরা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখছেন। 

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে গেলে দেখা যায়, রাস্তার একাধিক স্থানে ভবন নির্মাণসামগ্রী ইট ও বালু রেখে কাজ করা হচ্ছে। এই রাস্তার মোল্লা বাড়ি ও খান বাড়ির সামনে রাস্তার পাশে এমনভাবে ইট রাখা হয়েছে, এতে একটি গাড়ি চলাচলেও সমস্যা হয়। 

ট্রাক রোডের বাসিন্দা কে এম সালাউদ্দিন বলেন, রাস্তায় নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য জেলা প্রশাসনের বেশ কয়েকটি মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাড়ির মালিকেরা নিষেধ করার পরেও মানছেন না। এই সড়কে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। সড়কে শৃঙ্খলা না থাকায় সবাইকেই ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় আল-আমিন মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ আসাদুজ্জামান দেওয়ান বলেন, রাস্তাটি সংস্কার হয়নি অনেক দিন ধরে। এরপর বাড়ির নির্মাণসামগ্রী রেখে কাজ করা হয়। শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে সমস্যা হয়। চোখেমুখে বালু ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই উপাধ্যক্ষ। 

স্থানীয় কাউন্সিলর ইউনুছ শোয়েব আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটির বিভিন্নস্থান ভেঙেছে। পৌরসভার ফান্ডে টাকা না থাকায় রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। নির্মাণসামগ্রী রেখে কাজ না করার জন্য বাড়ির মালিকদের নিষেধ করেছি। কিন্তু কেউই মানতে চায় না। পুরো শহরে একই পরিস্থিতি।’ 

কাউন্সিলর আরও বলেন, ‘ভোগান্তিতে পড়ে অনেক সময় মানুষ প্রশাসনকে দায়ী করেন। বাড়ির মালিকদের সচেতন হয়ে চলাচলের ব্যবস্থা রেখে কাজ করা উচিত। আমি বিষয়টি পৌরসভার সভায় গুরুত্ব সহকারে উপস্থাপন করব।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫