হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ১২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে মেঘনার অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ১১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। 

গ্রেপ্তার জেলেরা হলেন শরীয়তপুর জেলার গোসার হাটের মো. বিল্লাল (২৭), মো. সোহেল মাতবর (২২), মো. জামাল বেপারী (২০), মো. দেলোয়ার হোসেন (২৪), মো. মাইদুল ইসলাম (১৯), মো. দুলাল মোল্লা (৪৬), মো. লুৎফর মোল্লা (২৭), মো. ফরহাদ বেপারী (১৯), নাহিদ গাজী (২২), সোলেমান ফাজাল (২২), মো. লুৎফর রহমান (২৬) ও মো. শাহাদাত বেপারী (১৩)। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৪ ঘণ্টার অভিযানে চাঁদপুর নৌ থানা-পুলিশ মেঘনা নদীতে জাটকা ধরায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও শিলাচর থেকে ১২ জেলেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং ১১৫ কেজি জাটকা। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার জেলেদের আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ এবং মাছ ধরার দুটি কাঠের নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু