হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০১০ সালে জেলার মিরসরাই থানাধীন মঘাদিয়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমান এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া স্বামী হলেন প্রিয় লাল দাস (৪১)। তাঁর বাড়ি মঘাদিয়া এলাকায়। 

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ‘সুজাতা বালা দাসকে হত্যা মামলায় তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।’ 

পিপি ইফতেখার জানান, সুজাতা বালা দাসকে হত্যা মামলা প্রমাণ করতে আদালতে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলার শুরু থেকেই আসামি প্রিয় লাল দাস পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। 

মামলা থেকে জানা গেছে, ২০১০ সালের মার্চ মাসে প্রিয় লালের সঙ্গে সুজাতার পারিবারিকভাবে বিয়ে হয়। ওই বছর ৮ ডিসেম্বর বিকেলে পারিবারিক কলহের জেরে সুজাতা আত্মহত্যা করেছেন বলে তাঁর বাবা নিতাই চন্দ্র দাসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মিরসরাই থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনায় মিরসরাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক মতামত দেন-সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

২০১১ সালের ১১ এপ্রিল সুজাতার বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেখানে বলা হয়, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রিয় লাল স্ত্রী সুজাতাকে গলায় হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গলায় গামছা দিয়ে পেঁচিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। আজ এই মামলার রায় ঘোষণা করা হলো বলে আদালত থেকে জানা গেছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির