হোম > সারা দেশ > কুমিল্লা

আমরা যেনতেন নির্বাচন চাই না: ডা. শফিক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজার পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন যেই হোক, সামনে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

শনিবার (৪ জুলাই) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াতের এই শীর্ষ নেতা।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁরা শহীদের রক্তে বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’

তিনি বলেন, ‘দেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট জনগণ প্রত্যক্ষ করছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে।’

পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন ও নাছির আহম্মেদ মোল্লা।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা