হোম > সারা দেশ > ফেনী

পরশুরামে ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনী প্রতিনিধি

সিসি ক্যামেরায় ‘ঘুষ নেওয়ার’ চিত্র ধরা পড়ে। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ঘুষ নেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এক উপপরিদর্শককে (এসআই) ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে ওই দিনই ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

ওসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাটি উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়ির। সম্প্রতি এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ তা তদন্তে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন, যার দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসি ক্যামেরায়।

ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।

তবে এসআই আবু ছৈয়দের দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, ‘আমি তাঁর বাড়িতে আগেও গিয়েছি। জানি সেখানে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাশতার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি, আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।’

ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তার ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা