হোম > সারা দেশ > কুমিল্লা

প্রবাসীর স্ত্রী হত্যা: দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন যুবক। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে খুন করতে আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছিলেন জা নুরজাহান বেগম। পরে হত্যার এই মিশনে অংশ নেন রুবেল ও জিল্লু নামের আরও দুই যুবক। ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর জা নুরজাহান বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে আজ বুধবার (২ জুলাই) দুপুরে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এসব কথা জানান।

গতকাল মঙ্গলবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের সৌদিপ্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসী বেগমের লাশ একটি সেপটিক ট্যাংকে পাওয়া যায়। এ ঘটনায় গতকাল গ্রেপ্তার হন ফেরদৌসী বেগমের জা নুরজাহান বেগম (৫০), আনোয়ার হোসেন (৩০), রুবেল আহমেদ মিন্টু (৩১) ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু (২৭)। আজ আদালতে তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।

আদালতে আসামির স্বীকারোক্তির বরাতে ওসি আজিজুল হক জানান, ফেরদৌসী বেগম ও তাঁর জা নুরজাহান বেগমের মধ্যে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা না হওয়ায় নুরজাহান তাঁর দেবরপত্নিকে হত্যার পরিকল্পনা করেন এবং আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকার বিনিময়ে চুক্তি করেন। পরে এই হত্যায় অংশ নেন রুবেল ও জিল্লু। গত শুক্রবার (২৭ জুন) সকালে নির্জন একটি বাগানে ফেরদৌসী বেগমকে হত্যা করে তাঁর লাশ বস্তাবন্দী করে একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। গতকাল সকাল ৮টায় স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় নিহত ফেরদৌসীর ছেলে ইকরামুল হাসান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রথমে নুরজাহানকে আটক করে এবং তাঁর জবানবন্দিতে অন্য তিন আসামির নাম উঠে আসে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে নিহত ফেরদৌসীর কানের দুল ও গলার চেইন উদ্ধার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা