হোম > সারা দেশ > বান্দরবান

খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ ‍উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় খালেনেমে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বৈক্ষমঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে আজ (মঙ্গলবার) বেলা ৪টার দিকে ওই দুই শিশু খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া শিশুটি বৈক্ষমঝিরি মার্মা পাড়ার বাসিন্দা মংক্যহ্লা মার্মার মেয়ে এক্যানু মার্মা (৬)। আর নিখোঁজ থাকা ক্য ক্য নু মার্মা (৪) দরদরী নয়া মার্মা পাড়ার বাসিন্দা থুই চাহ্লা মার্মার মেয়ে।

স্থানীয়রা জানান, আজ বিকেলে দুই শিশু এক সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুঁজির পর স্বজনেরা খাল পাড়ে দুই শিশুর কাপড় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এক্যানু মার্মার লাশ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ক্য ক্য নু মার্মার লাশ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

এই ব্যাপারে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ক্য ক্য নু মার্মাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছেন, উভয় শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।’

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, ’দুই শিশু পানিতে ডুবে নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতা করেছি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার