হোম > সারা দেশ > কুমিল্লা

বাড়ছে গোমতীর পানি, ডুবছে চরের ফসলি জমি

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার গোমতী নদী, আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমির চর ডুবে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গোমতীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যে লাগাতার বৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতে বৃষ্টি কমে যাওয়ায় স্রোতের তীব্রতা কিছুটা কমছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, ‘গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩০ মিটার। বর্তমানে তা ৯ দশমিক ৬৮ মিটারে রয়েছে। অর্থাৎ, এখনো প্রায় দেড় মিটার নিচে। বৃষ্টি কমলে এবং উজানের ঢল বন্ধ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি।’

কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই-এক দিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে।’

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, আগাম সতর্কতা হিসেবে ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোমতীর পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা