হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে মো. আলহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গুচ্ছগ্রাম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হরিশপুর মহলদারপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে ও নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে আলহাজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দা মুকুল ইসলাম বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় আলহাজ। এরপর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় তাঁকে খুঁজলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় রোববার সকালে আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামের ট্যাংক খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, আলহাজের বাবা একজন প্রবাসী। তার কাছে একটি স্মার্ট ফোন ছিল। ফোনটি পাওয়া যাচ্ছে না।

ইউপি সদস্য মো. লালবর আলী বলেন, ‘গুচ্ছগ্রাম থেকে সামান্য কিছু দূরেই নিখোঁজ স্কুলছাত্রের বাড়ি। সকালে স্থানীয় বাসিন্দারা গুচ্ছগ্রামের প্রত্যেকটি ঘরে খোঁজাখুঁজি করে। পরে মলের ট্যাংকের ঢাকনা খুললে মরদেহটি দেখতে পাওয়া যায়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ‘স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ