চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠ নয়াগোলা এলাকার একটি ভাঙারি দোকানে দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাপটির দেখা মেলে আকতারুল ইসলামের ভাঙারি দোকানে।
সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। সাপটিকে উদ্ধারের জন্য মনামিনা খামারের স্বত্বাধিকারী মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তিনি কৌশলে সাপটি ধরেন।
মতিউর রহমান জানান, তাঁর সাপ ধরার অভিজ্ঞতা রয়েছে। সাপটিকে কৌশলে ধরার পর লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে।
মতিউর রহমান আরও জানান, পূর্ণবয়স্ক রাসেল ভাইপার সাপ ৭০-৮০টি ডিম দেয়। এই সাপ বংশ বিস্তার করে থাকে। এ সাপের বৈশিষ্ট্য শান্ত প্রকৃতির। একান্ত আঘাত না পেলে কামড় দেয় না। তবে কামড় দিলে ক্ষতির পরিমাণ অন্যান্য সাপের তুলনায় বেশি। আজ শুক্রবার স্নেক রেসকিউ টিম এসে সাপটিকে রাজশাহীতে নিয়ে গেছে।