রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোস্তাকিম বিল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী। আজ শুক্রবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোস্তাকিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল খালেক। এ ছাড়া মোস্তাকিমের সঙ্গে থাকা তুহিন নামের আরেকজন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ সকালে অজ্ঞাত একটি ট্রাক মোস্তাকিমের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজন আহত হলে স্থানীয়রা তাঁদের রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে রাজশাহীর রাজপাড়া থানার পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।