চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সৈইবুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুল কুরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও শিক্ষক সৈইবুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুল কুরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পরে ওই রাতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
এনামুল হক আরও বলেন, একজন শিক্ষার্থীর অভিযোগের পর ওই শিক্ষক গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করে আদালতে। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় দেন।