চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম (২০) ও মো. মিলন আলী (১৯)। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ ফি তাহমিন তৌকির বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কৌশলে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সংগ্রহ করেন। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন এবং টাকা দাবি করেন। এরই ধারাবাহিকতায় ওই নারীর কাছ থেকে আসামিরা ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এদিকে ওই নারীর স্বামী বিদেশে থাকায় তাঁকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন তাঁরা। সেটির ভিডিও ধারণ করেন ওই দুই যুবক। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারীর পক্ষ থেকে একটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।