চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পৌনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে মেসার্স পাবনা গদি অ্যান্ড ফার্নিচার হাউসে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মেসার্স পাবনা গদি অ্যান্ড ফার্নিচার হাউসে ম্যানেজার নাহিদ হাসান বলেন, দোকানের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় পৌনে দু কোটি টাকার ফার্নিচার।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ বলা যাবে।