হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা হাসপাতালের সামনে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিনসহ তাঁর তিন বন্ধু নদীতে গোসলে নামে। এ সময় ডুব দিয়ে ইয়াসিন পানির নিচে তলিয়ে গেলে অপর দুই বন্ধু খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর মা তাসলিমা বেগম ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয় ইয়াসিন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা হাসপাতালে মরদেহ দেখে আমাকে খবর দেয়। এসে দেখলাম আমার ইয়াসিন মারা গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে জানান, নিখোঁজের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর একই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ