হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

হঠাৎ ট্রেন ধর্মঘট, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

বেতন-ভাতা (মাইলেজ) দাবিতে রেলের রানিং স্টাফেরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট করায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা। আজ বুধবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের যাত্রীরা টিকিট কেটেও দুর্ভোগে পড়েন।

ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়।

ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন বলেন, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম। ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয়, চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ট্রেন যাবে না।

রহনপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ অপর যাত্রী রায়হান জানান, খুব ভোরে ভোলাহাট উপজেলা থেকে আসছি। এসে শুনছি ট্রেনটি ছাড়বে না। নিরুপায় হয়ে গেলাম।

বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আবু তালেব ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা নববর্ষের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ভোরে স্টেশনে এসেছি। এসে দেখি ট্রেন বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাব দুশ্চিন্তায় পড়েছি।

এ বিষয়ে রহনপুর রেলওয়ে স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বলেন, খবর পেয়ে পুলিশসহ তিনি ঘটনাস্থলে এসে উত্তেজিত যাত্রীদের শান্ত করেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, রেলস্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার