পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার (৪২) হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ রোববার সকালে উপজেলার চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের সড়কে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় গ্রেপ্তার করা পাঁচ আসামির বিচারের দাবি জানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, শিক্ষক মোকছেদ আলী, শিক্ষক সাইফুল্লা বিন জাকারিয়া, নিহতের ভাই নূরুল ইসলাম, ফকরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, নিহতের স্ত্রী সীমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তুচ্ছ ঘটনায় গভীর রাতে প্রবাসী আমিরুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। বর্তমানে হত্যাকারী পরিবারের স্বজনেরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে।
গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।