হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী পৌঁছেছে এমপি শাহজাহান মিয়ার মরদেহ, দাফন রোববার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার মরদেহ নিজ জেলা পটুয়াখালী এসে পৌঁছেছে। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে মরদেহ ঢাকা থেকে পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে এসে পৌঁছায়। 

হেলিকপ্টার থেকে মরদেহ ফ্রিজিং গাড়িতে করে পটুয়াখালী শহরের থানাপাড়ার বাস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীরা মরদেহ দেখতে ভিড় করেন। 

পটুয়াখালী কৃষি বিমান অবতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মো ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আত্মীয়স্বজনরা। 

শাহজাহান মিয়ার মেজ ছেলে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি জানান, আগামীকাল রোববার সকাল ১১টার দিকে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে। 

এর আগে আজ শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়া ইন্তেকাল করেন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ