হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষিকার মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক শিক্ষিকা মারা গেছেন। তিনি সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক খায়রুন্নাহার।

তিনি জানান, হাসিনা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হলে গত রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। তবে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া তথ্যে মৃত্যুর সংখ্যা ছয়।

তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০৬।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৩ জন, বামনায় ৮, পাথরঘাটায় ৯ এবং বেতাগী ও তালতলীতে ২ জন শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১৫০ জন।

উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে বরগুনা সদরে ৩ হাজার ১৭৯ জন, পাথরঘাটায় ১৭৫, বামনায় ১১৪, তালতলীতে ৫৭, আমতলীতে ৪৩ এবং বেতাগীতে ৩৮ জন রয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে। তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।’

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন