হোম > সারা দেশ > পটুয়াখালী

সাবেক চিফ হুইপের এপিএস পরিচয়ে ভোট চাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সাবেক চিফ হুইপের এপিএস পরিচয়ে প্রচারণা চালাচ্ছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। লিফলেট ও পোস্টারে কোনো ধরনের রাজনৈতিক বা সরকারি পদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না তিনি। এমনকি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে রিটার্নিং কর্মকর্তার কাছে অঙ্গীকার করে লিখিত দিয়েও তা না মেনে একইভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে আসছেন। 

ওই প্রার্থীর নাম মো. আনিছুর রহমান। তিনি দশম জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজের এপিএস হিসেবে কর্মরত ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গত ৩ মে প্রচারণা শুরুর দিন থেকে তার লিফট ও পোস্টারে নিজের দশম জাতীয় সংসদের চিফ হুইপের এপিএস পরিচয় ব্যবহার করছেন তিনি। 

এদিকে আনিছুরের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে গত ৯ মে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদ রাহাত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ১০ মে সকালে মো. আনিছুর রহমান রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত দিয়ে এমন কাজ করবেন না বলে জানালেও তিনি তা মানছেন না। 

ওই দিন (১০ মে) রাতেই পৌর শহরের বিভিন্ন স্থানে দশম জাতীয় সংসদের চিফ হুইপ এর এপিএস পরিচয় ব্যবহার করা সেই পুরোনো পোস্টারই সাঁটিয়েছেন এবং লিফলেট বিতরণ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জানতাম না নির্বাচনী আচরণবিধিতে এমনটা উল্লেখ আছে। তবে জানার পর রিটার্নিং কর্মকর্তাকে বলেছি আগের ছাপানো অপোস্টার ১০ মে পর্যন্ত লাগাবো। আমার নতুন পোস্টার ও লিফলেট এসেছে সেখানে কোনো পরিচয় লাগানো হয়নি।’ 

এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ রাহাত আজকের পত্রিকাকে বলেন, ‘দশম জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন বাউফলের বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ। এই লিফলেট ও পোস্টারের কারণে স্থানীয় ভোটাররা বিচলিত হচ্ছেন। পুনরায় পোস্টার লাগানোর ঘটনায় বোঝা যাচ্ছে আনিছুর রহমানকে এমপি সাহেব নিজেই প্রার্থী করেছেন।’ 

বাউফল উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আর এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খোঁজ খবর নিচ্ছি।’

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী