হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৭

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। ছবি: আজকের পত্রিকা

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় এক, পাথরঘাটা উপজেলায় পাঁচ এবং তালতলী ও আমতলী উপজেলায় রয়েছেন তিনজন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেতাগী উপজেলার বদনীখালী এলাকার নেছার উদ্দিন (৭০) নামে অবসরপ্রাপ্ত একজন শিক্ষকের মৃত্যু হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ২২২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৭০ জন, আমতলী উপজেলায় ১২, বেতাগীতে এক, বামনায় ১৭, পাথরঘাটায় ১০ এবং তালতলী উপজেলায় ১২ জন।

জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫৭ জন, তালতলী উপজেলায় ৩১, বামনা উপজেলায় ৬৮, বেতাগী উপজেলায় ২৮, আমতলী উপজেলায় ৩০ এবং পাথরঘাটা উপজেলায় ১১৮ জন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং দুজনের বাড়ি বেতাগী উপজেলায়।

বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার