হোম > সারা দেশ > পটুয়াখালী

মুখে না বললেও ইসলামি মূল্যবোধসম্পন্ন দল বিএনপি: আলতাফ চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে আলতাফ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি মুখে ইসলামিক দল না বললেও, কার্যত বিএনপিই দেশের সবচেয়ে ইসলামি মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যা যা প্রয়োজন, বিএনপিই তা করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।

আজ শনিবার পটুয়াখালী শহরের জিমনেসিয়াম অডিটরিয়ামে মাদ্রাসাশিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘২০০১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে অনেক কিছু হয়েছে, যা বললে দিনের আলো ফুরিয়ে যাবে। তার উন্নয়নের ধারাবাহিকতায় পটুয়াখালীতে পায়রা বিদ্যুৎকেন্দ্র হয়েছে, বড় বড় ব্রিজ নির্মিত হচ্ছে, ইপিজেড স্থাপিত হচ্ছে। ইনশা আল্লাহ, যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে আমি পটুয়াখালীতে দুটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করব—একটি ছেলেদের জন্য, একটি মেয়েদের জন্য।’

জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিস চেয়ারম্যান মোহাম্মদ মাহিব হাওলাদার, এলডিএসের নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম, পিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের। সঞ্চালনা করেন সৈয়দ মোস্তাফিজুর রহমান।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ