হোম > অপরাধ > বরিশাল

নারীর আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি, কারাগারে এসআই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কোতোয়ালি মডেল থানার এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত এসআই মেহেদি হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মেহেদীর চাঁদাবাজি ধরতে ফাঁদ পেতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদি নগরীর স্ব-রোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন। ওই নারীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায় এসআই মেহেদীর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ওই নারী মঙ্গলবার মামলা করেন। মামলার আগে ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ফাঁদ পাতেন। মেহেদিকে একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই টাকা উত্তোলন করতে গেলে হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরাফাত হাসান বলেন, এক নারীর দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মেহেদীদে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর পর্যটকদের গাড়ি আটকে ঘুষ বাণিজ্যের দায়ে বরখাস্ত হন এসআই মেহেদী হাসান। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বরিশালের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা বলেন, ‘এসআই মেহেদি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম