হোম > সারা দেশ > পটুয়াখালী

গলাচিপায় সাড়ে ৯ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সাড়ে ৯ লাখ ৫০ হাজার জাল নোটসহ খোকন ওরফে শাওন ওরফে ছগির নামে জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহম্মদ মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া শাওন ওরফে ছগির (৩৫) রাঙ্গাবালীর পূর্ব বাহের চর ১ নম্বর ওয়ার্ডের মৃত তোফাজ্জেল হাওলাদারের ছেলে। তিনি জাল টাকার নোট বিক্রয় ও বিতরণকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহ্ফুজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার গলাচিপা পৌরসভার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের জালিয়াতি চক্রের এক সদস্যকে ১ হাজার টাকার ৭৯৬টি ও ৫০০ টাকার ৩০৮টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। যার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।’ 

মোহম্মদ মাহ্ফুজুর রহমান আরও বলেন, ‘ছগিরের বিরুদ্ধে ডিএমপি কদমতলী থানায় ও সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। তাঁর বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ