হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে সেতুতে বাল্কহেডের ধাক্কা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেল শ্রমিকের

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কা লেগে শাকিব (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের খান বাড়িসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই বাল্কহেডটি কারখানা এলাকা থেকে দেওপাশার দিকে যাচ্ছিল। শাকিব নিজেই বাল্কহেডটি চালাচ্ছিলেন। ঘটনার সময় বাল্কহেডের ওপর বসা ছিলেন তিনি। খান বাড়ি এলাকা অতিক্রম করার সময় বাল্কহেডের ওপরের অংশ একটি নিচু সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে বাল্কহেডে বসে থাকা শাকিবের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথাটি কেটে গিয়ে বাল্কহেডের ওপরে পড়ে যায়।

পুলিশ জানায়, যেহেতু মাথা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এটি একটি অস্বাভাবিক ও গুরুতর দুর্ঘটনা, তাই বিষয়টি তদন্তের জন্য সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখরুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে