হোম > সারা দেশ > বরগুনা

রাতে নিখোঁজ যুবক, ভোরে মিলল মরদেহ

বরগুনা প্রতিনিধি

বরগুনায় রাতে নিখোঁজ হওয়া হৃদয় গাজী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বরগুনা সদর থানা-পুলিশ। বরগুনা জেনারেল হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ। হৃদয় গাজী কামরাবাদ এলাকার জাহাঙ্গীর গাজীর ছেলে। 

নিহত ব্যক্তির বাবা জাহাঙ্গীর গাজী জানান, রাত ১০টার দিকে ছেলেকে কামরাবাদ বাজারে দোকানে বসা দেখে রাতের খাবার খেতে বাড়িতে আসতে বলে তিনি বাড়িতে চলে আসেন। রাত সাড়ে ১০টার দিকে হৃদয় বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যান। গভীর রাতে বাড়িতে না ফেরায় ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে আশপাশে খোঁজ করেও পাওয়া যায়নি। ভোরে স্থানীয় বিদ্যালয় মাঠে হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে খবর পেয়ে তিনি সেখান থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

জাহাঙ্গীর গাজী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে কেউ মেরে ফেলে রেখেছে। পুলিশ তদন্ত করলে সব বের হয়ে আসবে।’ 

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দীন বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বলা যাবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’ 

ওসি আরও বলেন, ‘নিহতের বাবা থানায় এসেছিলেন। তিনি দাবি করেছেন তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

বিচার পেতে জীবনের ঝুঁকি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল ছেলের

বরগুনায় স্বামীকে গলা টিপে হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক

ছাত্রীকে তুলে নিতে বখাটেদের বাধা দেওয়ায় মাদ্রাসা সুপারকে মারধর, থানায় অভিযোগ

বরগুনায় মধ্যরাতে ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম