হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কলাতলা ইউনিয়নের ডোবাতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে চারজনকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

গ্রামবাসী জানান, ডোবাতলা গ্রামের রফিকুল ইসলাম ও জামাল সরদার পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রফিকুলের পক্ষের মো. শরিফুল ইসলাম (৩০), মো. সজীব সরদার (২৮), আরিফ সরদার (২৩) ও সামছুনাহার (৬০) আহত হন। অপর দিকে, জামাল সরদার পক্ষের জামাল সরদার (৬০), আসাদ সরদার (৪৫), কামরুন্নাহার (৩৫) ও শাহা আলম সরদার (৪৮) আহত হয়েছেন।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল বাহিনীর হামলায় আমার পরিবারের এক নারীসহ পাঁচজন আহত হয়েছে। তার মধ্যে চারজন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।’

জামাল সরদারের ভাই শাহা আলম সরদার বলেন, ‘ওদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে রেখেছে। ওরা কোনো সালিস-বিচার মানে না। শনিবার ওই জায়গা দিয়ে হাঁটাকে কেন্দ্র করে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের পক্ষের চারজন আহত হয়েছে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের