সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে সচিবালয়ে জড়ো হয়েছেন কর্মচারীরা। আজ রোববার খাদ্য উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মচারীরা। এ উপলক্ষে ১১টার পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হন তাঁরা।
বাদামতলায় জড়ো হয়ে কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছেন।
সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা স্মারকলিপি দেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়েছি। তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ঈদের আগেই আগে ভালো খবর চাই। না হলে ঈদের পর অন্যান্য দাবি যুক্ত করে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।’