রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান দুই দিন পর বাসায় ফিরেছেন। আজ রোববার (৬ জুলাই) ভোর ৫টার দিকে তিনি খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন।
পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুশফিকুর রহমান কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি নিজেই সেখানে গিয়েছিলেন। কুয়াকাটা থেকে ঘুরে বাসায় ফিরে এসেছেন। তিনি সুস্থ আছেন এবং বাসায় রয়েছেন।’
কেন সেখানে গিয়েছিলেন বা কোনো চাপ ছিল কি না—সেই বিষয়ে কিছু বলেননি বলে জানান ওসি।
এর আগে গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন মুশফিকুর রহমান। এর পর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি। তাঁর কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বজনেরা।