হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছবি: স্ক্রিনশট

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এক তরুণীর কাছ থেকে চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় এক তরুণ ও এক তরুণী গলির মুখে এসে থামেন। তখন একটি মোটরসাইকেলে করে তিনজন সেখানে আসেন। তাঁদের একজন হেলমেট পরা, অন্য দুজনের একজনের গায়ে কালো শার্ট, অপরজনের গায়ে সাদা টি-শার্ট ছিল। সাদা ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নামেন। সাদা টি-শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে তরুণীর দিকে কোপ দেওয়ার ভঙ্গি করেন এবং তাঁর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা ব্যক্তি তরুণীর গলা থেকে সোনার চেইন ও একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।

ছিনিয়ে নেওয়া কালো ব্যাগ ফেরত দিয়ে মোটরসাইকেলে চলে যান তিন ছিনতাইকারী। ছবি: স্ক্রিনশট

এ সময় মোটরসাইকেলটি গলির পাশে রাখা হয় এবং তিনজনই পাশের একটি বাড়ির দিকে হাঁটা দেন। কিছুক্ষণ পর তাঁরা আবার মোটরসাইকেলের কাছে ফিরে আসেন। তখন রিকশায় থাকা তরুণ ছিনতাইকারীদের পিছু নিয়ে তাঁর কালো ব্যাগ ফেরত চাইলে সেটি তাঁর দিকে ছুড়ে মারেন এক ছিনতাইকারী। এরপর তিনজনই মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। তাঁদের চলে যাওয়ার পর একজন নিরাপত্তারক্ষী লাঠি হাতে সেখানে পৌঁছান।

জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজ বিকেলে বলেন, ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মুখে ৫০ লাখ টাকার মালপত্র লুট

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২