হোম > সারা দেশ > রংপুর

এক রাতেই শেষ মেনারুলের স্বপ্ন

রংপুর প্রতিনিধি

শূন্য গোয়ালের পাশে নির্বাক দাঁড়িয়ে মেনারুলের স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

স্বপ্ন দেখেছিলেন ছোট্ট একটা গরুর খামার করবেন। দিনমজুরির পাশাপাশি গরুর দুধ বিক্রি করে সংসার সামলাবেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন। সে স্বপ্ন ধীরে ধীরে গড়ে তুলেছিলেন মেনারুল ইসলাম। পাঁচ বছরে একটি গরু থেকে বেড়ে দাঁড়ায় চারটি গাভি ও তিনটি বাছুরে। দুধ বিক্রির টাকায় চলত সংসার, সন্তানদের পড়াশোনাও। কিন্তু গতকাল রোববার রাতে সবকিছু যেন ধ্বংস হয়ে গেল। ঘরের তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে যায় গোয়ালঘরের ছয়টি গরু। শূন্য হয়ে যায় মেনারুলের স্বপ্নের খামার।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ঝাঁকুয়াপাড়া গ্রামের বাসিন্দা মেনারুল ইসলাম এখন চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকেন গোয়ালঘরের সামনে। পাঁচ বছর ধরে গড়ে তোলা শ্রমের ফল যেন মুহূর্তেই উধাও।

পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝাঁকুয়াপাড়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে মেনারুল ইসলাম পেশায় দিনমজুর। তাঁর একার আয়ে চলে ছয় সদস্যের সংসার। জমিজমা বলতে পৈতৃক সম্পত্তির ভাগে পাওয়া বসতভিটার ১৫ শতক জমি। পাঁচ বছর আগে একটি গাভি কিনে পালন শুরু করেন। ধীরে ধীর চারটি গাভি আর তিনটি বাছুরের খামারে পরিণত হয়। দিনমজুরি আর গাভির দুধ বিক্রির টাকায় ভালোয় চলছিল সংসার। গতকাল রোববার দিবাগত রাতে খামারে গাভিগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন মেনারুল ইসলাম। সকালবেলা উঠে দেখেন দরজার তালা কাটা। ভেতরে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই।

মেনারুল ইসলাম বলেন, ‘কষ্ট করে গরুগুলো লালন-পালন করছি। দুধ বেচে ছেলে-মেয়েক স্কুলে পাঠাইছি, ওদের বই কিনছি। এত কষ্ট করছি। এখন সব শেষ। যারা নিয়া গেছে, তারা জানে না, গরুগুলো আমার সন্তান ছিল। এখন কীভাবে দিন চলবে বুঝতেছি না।’

শূন্য গোয়ালের পাশে নির্বাক দাঁড়িয়ে মেনারুলের স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

তাঁর চোখে জল, গলায় কাঁপন, পাশে বসা স্ত্রীও নির্বাক। মেনারুলের স্ত্রী লাইলী বেগম বলেন, ‘চোরেরা ফকির বানে দিল হামাক। বাচি থাকার সম্বল কোনা চুরি করি নিল। চোখে এখন আন্ধার দেখছি।’ এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এর আগেও চুরি হয়েছে, তবে এমন ক্ষতির শিকার কেউ হয়নি।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঝাঁকুয়াপাড়ায় খামার থেকে গরু চুরি ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের একটি টিম সেখানে গিয়েছে। গরু উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার অঙ্গীকার মির্জা ফখরুলের

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ