হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিদা সুলতানা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারসংলগ্ন চৌধুরীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আবিদা সুলতানা কাচিয়া ৭ নম্বর ওয়ার্ডের চকডোষ গ্রামের চৌধুরীপাড়া এলাকার সৌদিপ্রবাসী শাহজাদা চৌধুরী সংগ্রামের স্ত্রী এবং কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চৌধুরীর পুত্রবধূ।

গৃহবধূর বাবা রহমান মাঝি বলেন, ‘তিন বছর আগে আমার মেয়ের সঙ্গে বাবুল মেম্বারের ছেলে সংগ্রামের বিয়ে হয়। রোববার রাতে আমার মেয়ের শ্বশুর আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলে, বেয়াই একটি দুঃসংবাদ আছে, আপনি আমাদের বাড়িতে আসেন। এ কথা শুনে আমি মেয়ের শ্বশুরবাড়ি যাই, গিয়ে মেয়ের শয়নকক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পাই, আমার মেয়ের লাশ ঘরের ফ্যানের সঙ্গে ওড়নায় বাঁধা অবস্থায় ঝুলতেছে, পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি মিলে আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করত।’ স্বামী ও শাশুড়ি মিলে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন রহমান মাঝি।

এদিকে এ ঘটনার পর থেকে আবিদার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে জানান, এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পাথরঘাটায় জামায়াত নেতার পা ভাঙার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

‘আমার ওসমানকে আমি রেখেছিলাম দেশের জন্য’—বললেন হাদির বোন

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা