হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে ভ্যানচালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৫০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এর আগে গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। হাবিল মিয়া পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীরা জানান, ২৮ জুন শুক্রবার বিকেলে হাবিল মিয়া ৬ বছরের ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এদিকে শনিবার রাতে এলাকাবাসী হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি বুলবুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া