হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে আজিজুর রহমান (৫০) ও মাসুদ রানা ওরফে মাসুম (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প। এ সময় তাঁদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ভোরে গ্রেপ্তার দুজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা ধলীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সখীপুর থানা ও র‍্যাব টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিপিসি-৩, র‍্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের ধলীপাড়া এলাকার আজিজুর রহমানের বসতবাড়ির থেকে ৯১ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-১৪ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত