হোম > সারা দেশ > চট্টগ্রাম

কিলিং মিশনের নেতৃত্বে ৪ খুনের ফেরারি

সোহেল মারমা, চট্টগ্রাম 

রায়হান

চট্টগ্রামে ৪ খুনের ফেরারী আসামি সন্ত্রাসী রায়হান কয়েক মাসের ব্যবধানে এবার দিনদুপুরে আরও একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রাউজানে যুবদল নেতা সেলিমকে খুনের পরে দলবল নিয়ে পাহাড়ে পালিয়ে যান রায়হান। ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।

গত রোববার ভরদুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে স্ত্রী-কন্যার সামনে যুবদলকর্মী সেলিমকে গুলি করে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা পরা একদল অস্ত্রধারী সন্ত্রাসী। নিহত সেলিম রাউজান উপজেলা যুবদলের কদলপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন।

উপজেলার একই ইউনিয়নের আশরাফ শাহ মাজার গেটের সামনে ধারণ হওয়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ড ঘটিয়ে সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিকশা করে পালিয়ে যায়। অন্য অস্ত্রধারীদের সঙ্গে রায়হানের উপস্থিতিও দেখা গেছে। ওই ব্যক্তি রায়হান ছিল বলে পুলিশও শনাক্ত করেছে।

স্থানীয়দের ভাষ্য, রায়হান ও ধামা ইলিয়াস নামে দুই সন্ত্রাসীর নেতৃত্বে এই কিলিং মিশন পরিচালিত হয়েছে। এলাকায় বালু উত্তোলন ও ইটের ভাটার জন্য মাটি কাটা নিয়ে দ্বন্দ্বসহ আধিপত্য নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।

ফুটেজ বিশ্লেষণ

গত রোববার দুপুর ১২টা ৩ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশা প্রথমে আশরাফ শাহ মাজার গেটের সামনে দাঁড়ায়। সেখানে ফিল্মি স্টাইলে একটি শটগান হাতে নিয়ে কালো টি-শার্ট ও জিনস প্যান্ট পরা এক যুবক নামে। ওই যুবকই একাধিক খুনের আসামি সন্ত্রাসী রায়হান।

একে একে ওই অটোরিকশা থেকে তিনজন বোরকা পরা সন্ত্রাসীসহ ছয়জন নামে। পরে ওই অটোরিকশাটি আলাদা রাস্তা ধরে চলে যায়। এক মিনিটের কম সময়ে আরও একটি অটোরিকশা ওই গেটের সামনে আসার পর সন্ত্রাসীদের দিয়ে গেটমুখী রাস্তা দিয়ে চলে যায়। ওই অটোরিকশায় আগে থেকেই ভেতরে বসা ছিল রায়হান। ফুটেজে রায়হানসহ বাকি সন্ত্রাসীদের দুটি শটগান, পিস্তল হাতে থাকতে দেখা গেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আশরাফ শাহ মাজার গেটের ভেতরে যে রাস্তা গেছে, ওপারে অনেক পাহাড় রয়েছে। সন্ত্রাসীরা ওই পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়টিকে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ত্রাসীদের গুলিতে নিহত সেলিমের বিরুদ্ধেও এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য, নিহত সেলিমের বিরুদ্ধে অস্ত্র, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত সেলিমের স্ত্রী ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুজন অস্ত্রধারী বের হয়ে সেলিমের মুখ লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। ওই অটোরিকশায় আরও কয়েকজন ছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত এবং তাদের ধরতে স্থানীয় পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ফুটেজে রায়হান, ইলিয়াছসহ চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে ইতিমধ্যে অভিযান চলছে।’ এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ওসি জানান।

কে এই দুর্ধর্ষ রায়হান

চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব রাউজানের ৮ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে রায়হান। চট্টগ্রামে এইট মার্ডারে আলোচিত শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের শিষ্য বলে পরিচিত। এ ছাড়া চট্টগ্রাম নগরীতে গত বছর আগস্টের পর একাধিক খুনের মাধ্যমে আলোচিত ছোট সাজ্জাদের সহযোগী এই সন্ত্রাসী।

পুলিশের তথ্যে, সম্প্রতি চট্টগ্রাম নগরীসহ রাউজানে ছোট সাজ্জাদের সঙ্গে মিলে একাধিক কিলিং মিশনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে রায়হানের বিরুদ্ধে।

এর মধ্যে চলতি বছর ২৯ মার্চ দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে প্রাইভেট কারে ধাওয়া দিয়ে গুলি করে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার ৬ নম্বর আসামি রায়হান। এ ছাড়া গত ২৩ মে পতেঙ্গা সি-বিচে আরেক শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যার ঘটনার মামলার ২ নম্বর আসামি রায়হান। আর গত ২২ এপ্রিল নগরের বাইরে উপজেলার পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ইব্রাহিম নামে এক যুবদলকর্মীকে। ওই ঘটনার মামলার ১ নম্বর আসামি সন্ত্রাসী রায়হান।

পুলিশ বলছে, প্রতিটি হত্যাকাণ্ডে সন্ত্রাসীরা অত্যাধুনিক শটগান, বিদেশি পিস্তল ব্যবহার করেছে। পুলিশ ধারণা করছে, ইট-বালুর ব্যবসা ও আধিপত্য নিয়ে মূলত এসব খুনের ঘটনা ঘটেছে।

বাকলিয়া জোড়া খুনের ঘটনার পর ৩ এপ্রিল গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করেন, গত ৫ জানুয়ারি কেডিএস গার্মেন্টসের জুটের কাপড় নিয়ন্ত্রণ নিতে ছোট সাজ্জাদ, হাসান, রায়হান, ইমন ও খোরশেদরা গুলি ছুড়ে ওই গার্মেন্টসের ঝুটের কাপড় নিয়ন্ত্রণে নেয়। পরে গার্মেন্টস কর্তৃপক্ষ সন্ত্রাসীদের সঙ্গে একটি চুক্তি করে।

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১