আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ হচ্ছে না পণ্যবাহী ট্রেন চলাচল। আগের মতোই পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের দেওয়া এক সপ্তাহের কঠোর নির্দেশনা আরও দুই দিন অর্থাৎ আগামী ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সেই হিসেবে ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেলের মহাপরিচালক।
এর আগে গতবছর লকডাউনেও বাংলাদেশ রেলওয়ে সারাদেশে উৎপাদিত কৃষকের পণ্য পরিবহনে চালু রেখেছিল পণ্যবাহী ট্রেন এবং আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী শুধু দেশের সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ আজকের পত্রিকাকে জানিয়েছেন, সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ১২ ও ১৩ তারিখেও দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ থাকবে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হয়েছে।