হোম > সারা দেশ

আসন্ন লকডাউনে চলবে পণ্যবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে বন্ধ হচ্ছে না পণ্যবাহী ট্রেন চলাচল। আগের মতোই পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের দেওয়া এক সপ্তাহের কঠোর নির্দেশনা আরও দুই দিন অর্থাৎ আগামী ১৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। সেই হিসেবে ১২  ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী সবধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেলের  মহাপরিচালক।

এর আগে গতবছর লকডাউনেও বাংলাদেশ রেলওয়ে সারাদেশে উৎপাদিত কৃষকের পণ্য পরিবহনে চালু রেখেছিল পণ্যবাহী ট্রেন এবং আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১২ ও ১৩ এপ্রিল আগের নির্দেশনা অনুযায়ী শুধু দেশের সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ আজকের পত্রিকাকে জানিয়েছেন, সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ১২ ও ১৩  তারিখেও  দূরপাল্লার পরিবহণ চলাচল বন্ধ থাকবে। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হয়েছে।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও