হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে ঘরে ঢুকে কুপিয়ে মাছচাষির হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে কুপিয়ে মৎস্যচাষির হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে মাছচাষি ইউনুস সরদারের (৪৫) ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রীকেও পিটিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ইউনুস সরদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

পুলিশ, আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে একদল দুর্বৃত্ত মাছচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়িঘর তছনছ এবং ইউনুসকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের আঘাতে ইউনুসের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বাধা দিলে মাছচাষির স্ত্রীকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। তবে রাতের বেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আহতের হাসপাতালে চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

ফরিদগঞ্জে আলাদা স্থান থেকে ঝুলন্ত দুই মরদেহ উদ্ধার