হোম > সারা দেশ > ঢাকা

সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়কে বর্জ্য ফেলে প্রতিবাদ জানান পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।

শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’

সড়কে ময়লা ফেলার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।

এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।

তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

বারি লাউ-৪ চাষে সফলতা রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি