হোম > সারা দেশ > ঢাকা

জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ জনতা ব্যাংকের ডিজিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের বাসা থেকে জুমার নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের (এইচআরডি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশফিকুর রহমান। গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত এই ব্যাংক কর্মকর্তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি বাসার পাশে যে মসজিদে তাঁর জুমার নামাজ পড়ার কথা ছিল, সেখানেও তিনি যাননি।

এমন পরিস্থিতিতে আজ বিকেলে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

মুশফিকুর রহমানের ছোট ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজ পড়ার কথা বলে খিলক্ষেতের পূর্ব নাওয়াপাড়া এলাকার বাসা থেকে বের হন মুশফিকুর রহমান (৫৮)। সঙ্গে তিনি তাঁর মোবাইল ফোন নিয়ে যাননি। বাসায় রেখে যান। নামাজ শেষ হওয়ার অনেক পরেও বাসায় না ফেরায় তাঁর খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু আজ বিকেল পর্যন্ত কোথাও তাঁর সন্ধান মেলেনি।

জিয়াউর রহমান জানান, মুশফিকুর রহমানের বাসা ও আশপাশের সড়কের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা যায়, গতকাল দুপুরে বাসার পাশের মসজিদে তিনি জুমার নামাজ আদায় করতে যাননি।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ব্যাংক কর্মকর্তার সন্ধানে আজ খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তার নিখোঁজের বিষয়টি তদন্ত করা হচ্ছে। বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ১৮ জনের বিরুদ্ধে মামলা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ