হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎকেন্দ্রের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, ঢাকা ইপিজেডে বিদ্যুৎ বন্ধ হয়ে উৎপাদন বিঘ্নিত

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ছবি: আজকের পত্রিকা

বিল বকেয়া থাকায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে করে বিদ্যুৎ না পেয়ে ইপিজেডের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুতের সরবরাহ ও জেনারেটরের সাহায্য নিয়ে অধিকাংশ কারখানা চালু করা হলেও পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর কোনো কোনো কারখানা জেনারেটর দিয়ে উৎপাদন চালিয়ে গেলেও বেশির ভাগে কর্মীদের ছুটি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনাইটেড পাওয়ার তিতাস থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ডিইপিজেডে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করে। বিল বকেয়া-সংক্রান্ত কারণে গতকাল দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বেলা ১টা ১০ মিনিটের দিকে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সেখানকার ৯০টি কারখানার প্রায় এক লাখ শ্রমিককে ছুটি দেওয়া হয়।

এই অবস্থায় গতকাল রাতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সহায়তায় ডিইপিজেডের ভেতরের সড়কবাতিসহ অন্য আলো জ্বালিয়ে রাখা হয়।

এ বিষয়ে আজ সকালে কথা হলে ডিইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে আরইবি বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেয়। ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ পেয়ে প্রায় ৭০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

বিকেল ৫টার দিকে আবার কথা হলে এই কর্মকর্তা বলেন, ‘আরইবি আগামীকাল বুধবার থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। এতে সব কারখানা চালু থাকবে। আমাদের ৪০-৪৫ মেগাওয়াট চাহিদা রয়েছে। আরইবি পুরোটাই সরবরাহ করবে। এখন আর কোনো সমস্যা নেই। সকালে যে পাঁচটি কারখানা বন্ধ ছিল, সেগুলো শুধু মর্নিং শিফটেই বন্ধ ছিল, ডে শিফটে চালু হয়েছে। আমরা এখন স্থিতিশীল অবস্থায় আসছি।’

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ছবি: আজকের পত্রিকা

শরীফুল ইসলাম জানান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে হঠাৎ গ্যাস সরবরাহের পদক্ষেপ নেয় তিতাস। এখানে বেপজার সঙ্গে কোনো ইস্যু নেই, ইস্যুটি ইউনাইটেড পাওয়ারের সঙ্গে তিতাসের।

শরীফুল ইসলাম বলেন, ‘তিতাসের সঙ্গে ইউনাইটেড পাওয়ারের বকেয়া নিয়ে দীর্ঘদিনের সমস্যা চলছে। এক পক্ষ বলছে বকেয়া নেই; অপর পক্ষ বলছে বকেয়া রয়েছে। এই সমস্যায় ভোগান্তিতে পড়েছে ডিইপিজেডের কারখানাগুলো। এতে শ্রমিকদের চাকরির ঝুঁকি রয়েছে। উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিষ্ঠানগুলো পণ্যের শিপমেন্টের ক্ষেত্রে তাদের কাটলাইন, ডেডলাইন ফেল করবে। সময়মতো রপ্তানি করতে পারবে না।’

জানতে চাইলে ডিইপিজেডে ইউনাইটেড পাওয়ারের ব্যবস্থাপক মমতাজ হাসান জানান, সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেপজা ও তিতাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

এ নিয়ে তিতাসের আশুলিয়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের সঙ্গে কথা হলে তিনি প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তার (পিআরও) সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে পিআরও আল আমিন সরকার বলেন, ‘এটি নীতিনির্ধারক পর্যায়ের বিষয়, এখনো আমাকে জানানো হয়নি।’ বিল কত টাকা বকেয়া তা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমাদের কথা বলা নিষেধ। দেখা যাক কী সিদ্ধান্ত আসে, একটু অপেক্ষা করেন।’

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪