হোম > সারা দেশ > হবিগঞ্জ

আগুনে নিঃস্ব দুই ভাই, গোয়ালে পুড়ল ৩০ গবাদিপশু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের চুনারুঘাটে আগুনে পুড়ে যাওয়া গোয়ালঘর। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের চুনারুঘাটে গোয়ালঘরে কয়েল থেকে আগুন লেগে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।

গতকাল বুধবার মধ্যরাতে সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দুই ভাই আব্দুল কদ্দুছ ও কদর আলী।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাসুদেবপুরের মৃত আব্দুল বারিকের দুই ছেলে কদ্দুছ ও কদর একটি গোয়ালঘরে ভাগাভাগি করে গবাদিপশু পালন করতেন। সেখানে মশা তাড়াতে জ্বালানো কয়েল থেকে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম ভেঙে প্রথমে আগুন দেখতে পান কদর। পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে যান দুই ভাই। তাঁরা গবাদিপশু পালন করে জীবন নির্বাহ করতেন বলে জানান কদর।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘ঘটনাটি জানার পরই আমি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির জন্য জরুরি সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত